চালু হচ্ছে আরও ৯ জোড়া আন্তঃনগর ট্রেন

বার্তাকক্ষ প্রতিবেদন: আগামী ৯ জুন থেকে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (৬ জুন) রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন/সিডব্লিউসিএস) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত ৫ এপ্রিল সরকার বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক লকডাউন’ নামে পরিচিতি পায়। আন্তঃজেলা বাসের পাশাপাশি লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

চলমান বিধিনিষেধের মেয়াদ গত ২৩ মে আরও এক সপ্তাহ বাড়িয়ে সরকার নতুন করে প্রজ্ঞাপন জারি করলেও ২৪ মে থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাসসহ গণপরিবহন পরিচালনার অনুমতি দেয়। এরপর থেকে সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল করছে।

ইউকে/এসএম