বন্ধ থাকবে বিয়ের অনুষ্ঠান, করা যাবে না পিকনিকও

বার্তাকক্ষ প্রতিবেদন: বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও ১০ দিন। এই সময়ের মধ্যে বিবাহোত্তর অনুষ্ঠান বা ওয়ালিমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। একই সঙ্গে জন্মদিন, পিকনিক, পার্টিও বন্ধ রাখতে বলা হয়েছে।

বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে পাঁচটি শর্ত দেয়া হয়েছে। এতে বলা হয়, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান/ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই জনসমাগম হয় এমন অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু অনেকে তা মানছেন না। সেই প্রেক্ষাপটে এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেয়া হলো।

ইউকে/এসএম