ধানের শীষ এখন যন্ত্রণার প্রতীক : এসএম কামাল

নিজস্ব প্রতিবেদক: ধানের শীষ এখন যন্ত্রণার প্রতীক বলে মন্তব্য করেছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি বলেন, ধানের শীষে ভোট নিয়ে মানুষের ভাগ্যে পরিবর্তন করতে পারেনি তারা। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর হাট মাঠে অনুষ্ঠিত নৌকার মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজের নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ভোট ভিক্ষা চাইতে হবে। নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে। নৌকার জয়ের বিকল্প নেই। আগামি ১৪ ফেব্রুয়ারি নৌকা ও ধানের শীষের লড়াই হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কার পক্ষ নেবেন? উন্নয়নের পক্ষে, নাকি অত্যাচারিদের পক্ষে। নৌকায় ভোট দিলে মানুষ প্রতারিত হয় না। নৌকা প্রধানমন্ত্রীর প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক।

কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। নির্বাচনী কর্মী সভা উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। সভায় সভাপতিত্ব করেন, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী।

ইউকে/এসএম