নিজস্ব প্রতিবেদক: প্রায় পুরো বৈশাখ জুড়েই ছিল তীব্র তাপপ্রাবাহ। আর আজ অঝোড় ধারায় ঝরেছে বৃষ্টি।ফলে জনজীবনে স্বস্তি নেমে আসলেও ঈদ আনন্দে ছেদ ঘটেছে। সকাল থেকে বৃষ্টিবন্দি ঈদ কাটছে মহানগরবাসীর। প্রচণ্ড খরার পর অবশেষে বর্ষণমুখোর হয়ে উঠেছে রাজশাহী।
তাই টানা তাপদাহ আর তীব্র গরমে পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ঠিকই, তবে বিড়ম্বনারও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই ‘ঈদ’। বাঁধন ছেড়া উচ্ছ্বাস আর বাঁধ ভাঙা আনন্দ সবকিছুই ঘুরে বেড়ানোতেই নিহিত। মানুষ যেমন ভিড়ের মধ্যে থেকে শেকড়ে ফিরতে চায়, আবার মনের একাকীত্ব ঘোচাতে ভীড়েও হারাতে চায়। আর ঈদের মত উৎসব হলে তো কথাই নেয়। কিন্তু বৃষ্টির কারণে সেই ঈদ আনন্দ এখন নিরান্দ হয়ে পড়েছে। ঘরবন্দি অবস্থায় ঈদ কাটাচ্ছেন মানুষ।
তবে শেকড়ে টানে ফেরা মানুষগুলোর জন্য ঈদের দিন থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শেষ পর্যন্ত ঘটলোও তাই। কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি। এভাবেই কাটছে ঈদুল ফিতরের সকাল-বিকেল। রাজশাহী আবহাওয়া অফিসের রেইন গেজ (বৃষ্টি পরিমাপক যন্ত্র) বলছে আজ দিন ৫৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

ফলে ঈদগাহ পরিত্যাক্ত ঘোষণা করে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে মসজিদে। করোনা পরিস্থিতি কাটিয়ে দুই বছর পর ঈদগাহে নামাজ আদায় করতে চাওয়ার আনন্দ মুহূর্তে ম্লান হয়ে যায় আজকে বৃষ্টিতে। এছাড়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হন ঈদগাহ এবং মসজিদ কমিটিও।
সকালের পর কখনও গুঁড়ি গুঁড়ি কখনও মুষলধারে বৃষ্টি চলে বেলা ৩টা পর্যন্ত। এতে মহানগরীর অনেক নিচু এলাকার সড়কে পানি জমে যায়। রাস্তায় রিকশা, সিএনজি চলাচল কম থাকায় ঈদ বিনোদনের জন্য বাইরে যেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজিব খান বলেন, মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিট থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর পর দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে ৫৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর থেমে থেমে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টি হয়। তবে তার নিরূপণ করা হয়নি। আজ রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৮ বছর পর গত ১৫ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রার অতীতের রেকর্ড ভাঙে। ওইদিন বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরও আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ইউকে/আরএস