আজও হতে পারে ভারি বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। বুধবার (১৬ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টার মধ্যে এই ভারি বৃষ্টি হতে পারে বলে এক সতর্কবাণীতে বলেছে আবহাওয়া অধিদফতর। রাজশাহীতে ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন জানান- মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬ টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ বুধবার (১৬ জুন) সকাল ৬ টা ৩৫ মিনিট থেকে ৮ টা ৩৫ মিনিট পর্যন্ত ১১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, আবহাওয়া অধিদফতর থেকে আজ- নদীবন্দরকে নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, সিলেট, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ইউকে/এসই/এসএম