প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, সময়: ২:০৯ অপরাহ্ণ / uttarkantho
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ভবনের সভাকক্ষে আনন্দঘন পরিবেশে ফুল প্রদান ও রাখি বন্ধনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা সভাপতি ও রাজশাহী মহানগর আওয়াী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।