হিজড়া জনগোষ্ঠীর জীবনমান্নোয়নে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে সরকারি-বেসরকারি সংস্থার সাথে বিভাগীয় আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)- এর সমতা প্রকল্পের সহযোগিতায় বিভাগীয় আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় অ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। সভায় সভাপতিত্ব করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী।

এসময় বিভাগীয় অ্যাডভোকেসি সভার শুরুতে স্বাগত বক্তব্যে সমতা প্রকল্পের আইন বিষয়ক বিভিন্ন সেবার বিবরণ তুলে ধরেন- সমতা প্রকল্পের ক্ষমতা বিল্ডিং ও ক্ষমতায়ন বিশেষজ্ঞ তামিমা নাসরিন।

এসময় সমতা প্রকল্পের সমন্বয়কারী নাহিদা পারভীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জজকোর্ট রাজশাহীর জেল লিগাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ, সিভিল সার্জন অফিস রাজশাহীর মেডিকেল অফিসার ডা. তামান্না কবির।

মুক্ত আলোচনা বক্তব্য রাখেন- দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন ও সভাপতি মোহনা, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সদস্য মৌসুমী।

এসময় উপস্থিত বক্তারা বলেন- হিজড়ারা সমাজের অধিকার বঞ্চিত ও বৈষম্যের শিকার একটি অবহেলিত জনগোষ্ঠী। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি হিজড়া-প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও দেশের সংবিধান অনুসারে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করছে। সেই লক্ষ্যে বৈষম্যের শিকার এই হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করতে আহ্বান জানানো হয়েছে।

ইউকে/এএস