শর্তসাপেক্ষে বাস ধর্মঘট তুলে নিল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আপাতত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন শ্রমিকরা। তবে সুপারভাইজার ও সহকারীদের বেতন বাড়ানোর জন্য তিন দিন এবং চালকদের বেতন বাড়ানোর জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে শ্রমিক নেতা জিয়াউর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তিনি বলেন, মালিকপক্ষ বাসের সুপারভাইজারের বেতন ১০০ টাকা এবং সহযোগীর বেতন ৫০ টাকা বাড়ানোর আশ্বাস দিয়েছে। এ কারণে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, ফলে যাত্রীদের সাময়িক ভোগান্তির অবসান ঘটেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে মালিকরা হঠাৎ বাস বন্ধ করে দেন। টানা পাঁচ দিনের ধর্মঘট সোমবার প্রত্যাহার করলেও শ্রমিকদের একাংশ সিদ্ধান্ত মানেনি। তারা বাস চলাচল বন্ধ করে দিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান।

ইউকে/এসই/আরএ