নিজস্ব প্রতিবেদক: ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মো. মুহিন ওরফে মোহনা। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ দিন মোট ১২ জনকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। রাজশাহীর মোহনা জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পান। এছাড়া দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য রাজশাহীর টিকাপাড়ার হাসান শেখও এই অ্যাওয়ার্ড পান। তিনি ‘এসো গড়ি যুব সংঘ’ নামের একটি সংগঠনের সভাপতি।
তৃতীয় লিঙ্গের মোহনা এর আগে গত ৮ মার্চ অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন। সেদিন নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পুরস্কার তুলে দেন।
হিজড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ২০০২ সাল থেকে কাজ করছেন মোহনা। হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা তার সংগঠনের লক্ষ্য।
মোহনা রাজশাহী নগরের ছোটবনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার লোকজনের কাছ থেকে নিজেকে লুকিয়েই রেখেছিলেন জীবনের বড় একটা সময়। ২০১৫ সালের দিকে তিনি চুল বড় করেন। শাড়ি-চুড়িও পরা শুরু করেন। তখন এলাকার অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। হাজারও প্রতিকূলতা স্বত্ত্বেও মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হননি।
ইউকে/এসই/আরএ