সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কানাডা তা গতরাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালেও প্রচার হতে দিয়েছে, এটি একটি প্রতারণা।’
তিনি বলেন, ‘তথ্য বিকৃতভাবে উপস্থাপনের কারণে কানাডার ওপর বর্তমানে আরোপিত শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’ওই বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশের উদ্যোগে তৈরি করা হয়।
বিজ্ঞাপনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণে সম্প্রচার করা হয়েছে, যেখানে তিনি বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছিলেন।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, অন্টারিও প্রাদেশিক সরকার বিজ্ঞাপনটির মাধ্যমে রোনাল্ড রিগ্যানের অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং ট্রাম্পের শুল্কনীতির ওপর এবং আসন্ন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ওপর প্রভাব ফেলতে চেয়েছে।
ইউকে/আরএস/এসই