জয় দিয়েই শেষ করতে চায় বাংলাদেশ

ক্রিড়া প্রতিবেদক: স্বপ্ন ভাঙলেও জয়ে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ। হতাশা পেছনে ফেলে জয় চায় বাংলাদেশ। দারুণভাবে শুরু হলেও মাঝপথে ছন্দ হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল তারা। কিন্তু এরপর টানা পাঁচ ম্যাচে হেরে সেমিফাইনালের আশা গুঁড়িয়ে যায় নিগার সুলতানাদের। আজ সেই হতাশা কিছুটা পেছনে ফেলে জয়ে শেষ করতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে আজ রবিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য নকআউটের আগে জয়ের ধারা ধরে রাখা, আর বাংলাদেশের লক্ষ্য-মর্যাদা রক্ষা করে বিদায় নেওয়া।

বাংলাদেশের সূচনাটা ছিল আশাব্যঞ্জক। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছিল নিগার সুলতানার দল। কিন্তু এরপর ধারাবাহিক ব্যর্থতায় পথ হারায় তারা। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং সর্বশেষ শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। এর মধ্যে অন্তত তিনটি ম্যাচেই জয়ের হাতছানি ছিল নিগারদের সামনে, কিন্তু ছোটখাটো ভুলে ফসকে যায় সাফল্য।

৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২, অবস্থান আট দলের টুর্নামেন্টে সবচেয়ে নিচে। আজ ভারতের বিপক্ষে জিতলে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ আছে দলের সামনে। পাকিস্তান ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে আছে। এমনকি রানরেটের হিসেবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে ষষ্ঠ স্থানেও উঠে আসতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা খুব কাছে গিয়ে তিনটি ম্যাচ হেরেছি, এটা সত্যিই কষ্টের। মাঝে মাঝে পরিকল্পনা থেকে সরে যাচ্ছি, ফিল্ডিংয়েও উন্নতির জায়গা আছে। আশা করছি, শেষ ম্যাচে সবাই নিজেদের ভুল শুধরে সেরা খেলাটা খেলবে। আমরা চাই, ১১০ শতাংশ দিয়ে শেষটা সুন্দর করতে।’

অন্যদিকে, ভারতের সামনে আজকের ম্যাচটিও গুরুত্বপূর্ণ। লিগ পর্বের ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। তবে শেষ ম্যাচ জিতলেও টেবিলের চতুর্থ স্থানে থাকছে হরমনপ্রীত কৌরদের দল। আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনো একটি দল।

ওয়ানডে ক্রিকেটে এর আগে আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে একবার জয়, একবার টাই এবং ছয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ইতিহাস ও শক্তির বিচারে এগিয়ে ভারত, তবে জয়ের ক্ষুধা নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

নিগার সুলতানাদের জন্য ম্যাচটি শুধু একটি নিয়মরক্ষার লড়াই নয়-এটি তাদের নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনারও সুযোগ। পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়ের ধারাবাহিকতা হারিয়ে ফেলার পর সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই!

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আক্তার।

বাংলাদেশ-ভারত

খেলা: সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট (টি স্পোর্টস, স্টার স্পোর্টস, নাগরিক টিভি)