এসিডির আয়োজনে গোদাগাড়ীতে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যান্ত অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়।

শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বাড়াতে শিশুদের অংশগ্রহণে চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এর আওতায় কমিউনিটি সংলাপের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

তিনি অতিথির বক্তব্যে বলেন, শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশুর নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফলকে ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন, আমাদের আবেগ কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। একই সাথে সরকারি-বেসরকারী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্প্রতি প্রকল্পটি একটি অংশগ্রহণমূলক গবেষণা প্রক্রিয়া শেষ করেছে, যেখানে শিশু ও কিশোর-কিশোরীরা সহ-গবেষক হিসেবে অংশগ্রহণ করেছে। গবেষণার ফলাফলে কমিউনিটির মনোভাব, সচেতনতায় ঘাটতি এবং প্রতিবেদন জানানোর ক্ষেত্রে বাধা চিহ্নিত হয়েছে, যা শিশুদের জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি, শিশুদের নিজস্ব সুপারিশও উঠে এসেছে, যা কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ।

এই সংলাপে পিতামাতা, শিক্ষক, ধর্মীয় নেতা, এবং স্থানীয় কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন। সংলাপের মাধ্যমে গবেষণার ফলাফল তুলে ধরা হয়, পাশাপাশি কমিউনিটির দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক, যুব উন্নয়ন অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুর ইসলাম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসাইন, সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সংলাপ অনুষ্ঠানে এসিডি প্রকল্প সম্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শিশুদের পক্ষ থেকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সাবিহা জান্নাতি ও সাবিত্রী কুমারী পাল। এ সময় গবেষণা প্রক্রিয়া এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। শিশুদের নেতৃত্বে পরিচালিত এবং অ্যাডভোকেসি পরিচালনা করার জন্য প্রাপ্তবয়স্ক সহায়তাকারীদের প্রশিক্ষণ এবং সহায়তা করা যা শিশুদের যৌন শোষণ প্রতিরোধ করার কৌশলগুলিকে অবহিত করতে এই  প্রকল্প গ্রহণ করা হয়।

প্রকল্পটি শিশুদের বাস্তবতা প্রতিফলিত করে শিশুদের যৌন শোষণ থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে আরও অভিযোজিত পন্থা এবং বর্ণনা সহ-নির্মাণের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য স্থান এবং প্রক্রিয়া তৈরিতে সহায়তা করবে। শিশু নেতারা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেজ্ঞ সমূহ তুলে ধরে, সেই সাথে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরি করে পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিশু সুরক্ষায় পরিচালিত কমিটিতে শিশুদের অংশগ্রহণের উপর জোর দেয়া হয়। রাজশাহী জেলার মোহনপুর উপজেলা, গোদাগাড়ী উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ জন শিশু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সেসন পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ইউকে/আরএস/এসই