বার্তাকক্ষ প্রতিবেদন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছেন।
দলের সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আজাদ।
এছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভাপতি মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সভাপতি নূরুল ইসলাম বুলবুল প্রতিনিধি দলে আছেন।
ইউকে/আরএস/এসই