নিজস্ব প্রতিবেদক: হৃদরোগে মৃত্যুহার কমাতে এনসিডি কর্নারে সেবার মান উন্নত হচ্ছে। বহু মানুষ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ফলে হার্ট এটাক, স্ট্রোক ও অন্ধত্বের শিকার হচ্ছে। বিভাগের ৮ জেলায় লক্ষাধিক উচ্চ রক্তচাপের রোগী এবং ৫০ হাজারের উপরে ডায়বেটিস রোগী ৬০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এক তথ্যে বলা হহয়েছে।
এ বিভাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার শতকরা ৬১ ভাগ, যা অনেক উন্নত দেশের সমান। তবে শতকরা ২৪ ভাগ রোগী এনসিডি কর্নারে নিয়মিত ফলোআপে আসেন না এবং শতকরা ১৪ ভাগ রোগী এখনও অনিয়ন্ত্রত। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচীর উদ্যোগে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় রাজশাহী বিভাগে হৃদরোগে মৃত্যুহার কমাতে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। আজ (২৯অক্টোবর ২০২৫) সকাল ১১টায় পরিচালক (স্বাস্থ্য) এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ডা. মো. হবিবুর রহমানের সভাপতিত্বে এ সংক্রান্ত বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. নুরুল ইসলাম, বিভাগীয় উপ-রিচালক (স্বাস্থ্য) ডা. ইবনে ইমাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের অতিরিক্ত পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. রোজী আরা খাতুন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রুহুল আমিন, রাজশাহীর সিভিল সার্জন ডা. এস এম রাজিউল করিম, পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন, নাটোরের সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন, চাঁপাই নবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম সাহাব উদ্দীন, বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন, এনসিডি প্রতিনিধি ডা. রাহাত চৌধুরী। বিভাগের সার্বিক তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. প্রিতম সাহা, রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা.মাহবুবা খাতুন, রাজশাহীর এমওসিএস ডা. বায়েজিদ উল ইসলাম, নওগাঁর এমওসিএস ডা. নাজিয়া তানসনীম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এ বছরের মধ্যে দেশে হৃদরোগ জনিত মৃত্যুরহার এক চতুর্থ অংশ কমিয়ে শতকরা ২৫ ভাগে, উচ্চ রক্তচাপের ব্যপকতা কমিয়ে ১৮ ভাগে নিয়ে আসা এবং একইসাথে লবন ব্যবহারের হার শতকরা ২৫ ভাগ কমানোর পরিকল্পনা বস্তবায়নে রাজশাহী বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে সরকার বিনামূল্যে স্বাস্থ্য সেবা, পরামর্শ ও ঔষধ প্রদান অব্যাহত রাখা হবে। এদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপের রোগী পাওয়া যায়, যা অত্যন্ত উদ্বেগজনক।
এই কর্নারগুলো থেকে প্রাপ্তবয়সী সকলকে আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে রক্তচাপ পরিমাপ করা হবে এবং সকল রোগীর তথ্য সিম্পল অ্যাপস ব্যবহার করে সংরক্ষণ করা হবে এবং তাদের উচ্চরক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণের হার মনিটরিং এর কাজ জোড়দার করা হবে।
ইউকে/আরআর/এসই