নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আগামী শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে শুক্রবার থেকে শুরু হবে ৯ দিন ব্যাপী এ বিভাগীয় বইমেলা।
রাজশাহী বিভাগীয় শহর এ বইমেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১ টায়।
রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানানো হয়েছে, এবারের বইমেলায় ৭০টির বেশী স্টল থাকবে। এসব স্টলে শোভা পাবে ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের বিচিত্র সব বই। রাজশাহীর কালেক্টরেট মাঠের মেলায় প্রতিদিনই গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকাশকদের নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস।
ইউকে/আরআর/এসই