নিজস্ব প্রতিবেদক: লিবিয়া থেকে মোবাইল ফোনে দেশের এক যুবতীর সঙ্গে প্রেমের দীর্ঘ সম্পর্ক। এরপর দেশে এসে বিয়ের প্রলোভনে শারিরিক মেলামেলা। পরে বিয়ের নাটক সাজিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস। এরপর যুবতী গর্ভবতী হওয়ার খবরে লাপাত্তা কথিত স্বামী।
এ ঘটনায় মামলা দায়েরের পর অবশেষে প্রতারককে মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী নগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার এ প্রতারকের নাম মাসুম মন্ডল (২৭)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলিপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (২৯ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ছে রাব। র্যাব জানায়, ঢাকায় কর্মরত ভিকটিম যুবতীর সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সূত্র ধরে গত ১১ ফেব্রুয়ারি মাসুম দেশে ফিরে ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে শারিরিকভাবে মেলামেলা করে। পরে ভিকটিম বিয়ের দাবি জানালে কৌশলে জাল কাবিননামা প্রস্তুত করে মিথ্যা বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে ভিকটিমকে স্ত্রীর মর্যাদা দিয়ে গাজীপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকে।
এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে মাসুম তাকে রেখে পালিয়ে আসে। এরপর সে আত্মগোপন করে। পরে ভিকটিম আসামি মাসুমের শিবগঞ্জের বাসায় গিয়ে স্ত্রীর মর্যাদা চাইলে মাসুম তাকে মারধর করে। এক পর্যায়ে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় বাধ্য হয়ে ভিকটিম যুবতি আদালতে নালিশ করলে আদালত বগুড়ার শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা নেওয়ার আদেশ দেন। আদেশের পরিপ্রক্ষিতে বগুড়ার শিবগঞ্জ থানায় মাসুম মন্ডলকে আসামি করে গত ১ সেপেম্বর ধর্ষণ মামলা দায়ের করা হয়।
প্রেক্ষিতে রাজশাহী র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরের বিমানবন্দর থানা এলাকা থেকে মাসুম মন্ডলকে গ্রেপ্তার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরে তাকে রাজশাহী নগরীর বিমানন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইউকে/আরআর/এসই