বার্তাকক্ষ প্রতিবেদন: নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ মূল বেতন এক লাখ ৫০ হাজার এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশন।
পাশাপাশি বছরে ১০ শতাংশ বেতন, শতভাগ পেনশন সুবিধা প্রদান, আনুতোষিক বৃদ্ধিসহ মোট ১৫টি প্রস্তাব পে-কমিশনের কাছে পেশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বেতন কমিশনের সাথে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়।
ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোরশেদ আহম্মদ সভায় অংশ নেন।
সচিবালয়ে পে কমিশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানান ইউজিসির পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ) ড. শামসুল আরেফিন।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাড়ি ভাড়া ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের ন্যূনতম ৭৫ শতাংশ, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৬০ শতাংশ এবং অন্যান্য স্থানে ৫০ শতাংশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য মাসিক সাত হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য বিমা চালুরও প্রস্তাব করা হয়।
পরিবহন ও গাড়ি সুবিধা বিষয়ে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক দুই হাজার টাকা পরিবহন ভাতা প্রদানের প্রস্তাব করা হয়। এ ছাড়া, প্রশাসন ক্যাডার, জুডিশিয়াল সার্ভিস, নির্বাচন কমিশন, লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের ন্যায় সকল সার্ভিসে গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণ এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রদানের প্রস্তাব করা হয়।
শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি মাসিক দুই হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা এবং নবম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য আপ্যায়ন ভাতা ও গৃহপরিচারক ভাতা চালুর প্রস্তাব করা হয়।
এছাড়া, পেনশন সুবিধা বিদ্যমান ২১-৯০ শতাংশের পরিবর্তে ৪০-১০০ শতাংশ, আনুতোষিক বিদ্যমান ২৬৫/২৬০/২৪৫/২৩০ গুণের পরিবর্তে ৩৩০/৩২০/৩১০/৩০০ করা, বিনোদন ছুটি তিন বছরের পরিবর্তে দুই বছর করা, বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ করা, রেশন সুবিধা, এককালীন পেনশন সুবিধা এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
ইউকে/এসআর/এসই