নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জানতে চাইলে রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। আর মরদেহটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি হত্যাকাণ্ড নয়।
তিনি জানান, মৃত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। তিনি এলাকার একজন চিহ্নিত চোর। এছাড়া তিনি নেশাগ্রস্ত ছিলেন। তাই স্থানীয়দের ধারণা নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটির ময়নাতদন্ত করা হবে। এছাড়া অন্য কোনো কারণ আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান, চন্দ্রিমা থানার এই পুলিশ কর্মকর্তা।
ইউকে/এসআর/এসই