৪৪তম বিসিএস ২০২১ এর সম্পূরক ফল প্রকাশ

বার্তাকক্ষ প্রতিবেদন: ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পরিবর্ধিত সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৬৭৬ জন। মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে এক হাজার ৬শ ৯০ জন উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (৩০ জুন) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্যপদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত এক হাজার ৬শ ৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন দিয়েছেন। আজ প্রকাশিত হলো সম্পূরক ফল।

ইউকে/এস/আর