নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে আজ (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১টায় অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়।
শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বাড়ানোর লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এর আওতায় কমিউনিটি সংলাপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।
তিনি অতিথির বক্তব্যে বলেন, শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে শিশুর নেতৃত্বে পরিচালিত গবেষণার ফলাফলকে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের আবেগ কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। একই সাথে সরকারি-বেসরকারী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শিশুদের পক্ষ থেকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন আলেয়া খাতুন এবং মোস্তাফিজুর রহমান আফির। এসময় গবেষণা প্রক্রিয়া এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। শিশুদের নেতৃত্বে পরিচালিত এবং অ্যাডভোকেসি পরিচালনা করার জন্য প্রাপ্তবয়স্ক সহায়তাকারীদের প্রশিক্ষণ এবং সহায়তা করা যা শিশুদের যৌন শোষণ প্রতিরোধ করার কৌশলগুলিকে অবহিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি শিশুদের বাস্তবতা প্রতিফলিত করে শিশুদের যৌন শোষণ থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে আরও অভিযোজিত পন্থা এবং বর্ণনা সহ-নির্মাণের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য স্থান এবং প্রক্রিয়া তৈরিতে সহায়তা করবে।
শিশু নেতারা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেজ্ঞ সমূহ তুলে ধরে, সেই সাথে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরি করে পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকৈ শিক্ষা প্রতিষ্ঠানের শিশু সুরক্ষায় পরিচালিত কমিটিতে শিশুদের অংশগ্রহণের উপর জোর দেয়া হয়। রাজশাহী জেলার মোহনপুর উপজেলা, গোদাগাড়ি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ জন শিশু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সেসন পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ইউকে/এস/আর