বার্তাকক্ষ প্রতিবেদন: ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করেছে সরকার।
বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তাদেরকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তার আগে বুধবার পৃথক আদেশে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ১৬৬ জন কর্মকর্তাকে ১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দেয় সরকার।
ইউকে/আরএ