২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১৮ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। আর নয়জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন রাজশাহী জেলার, চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, তিনজন নওগাঁ জেলার ও নাটোর জেলার একজন রয়েছেন। এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৭৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৪৪ জন ভর্তি হয়েছেন। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ভর্তি রোগী আছেন ৪২৩ জন।

এরমধ্যে রাজশাহী জেলার ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোর জেলার ৩১ জন, নওগাঁ জেলার ২৯ জন, পাবনা জেলার ৮ জন, কুষ্টিয়া জেলার ৩ জন এবং চুয়াডাঙ্গা জেলার ২ জন রয়েছেন। অথচ রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩৫৭টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন।

এর আগের দিন রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ। নওগাঁর ১৬০ নমুনা পরীক্ষায় ৬১ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ১৩শতাংশ।

ইউকে/এসই/এসএম