মহাকাশ স্টেশনে বসে ইউরোর ম্যাচ দেখছেন ফরাসি নভোচারীরা!

ক্রীড়া বিভাগ: চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উত্তেজনা পৃথিবীর বাইরেও ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীরাও সেখানে বসেই প্রিয় দলের ম্যাচ উপভোগ করছেন।

বৃহস্পতিবার ইএসপিএন এফসির ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ছবি শেয়ার করা হয়েছে।

ছবিতে দেখা যায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি কক্ষে বসে আছেন (মূলত হেলান দিয়ে ভেসে আছেন) ফরাসি নভোচারী থমাস পেসকুইট। আর তার সামনেই একটি পর্দায় চলছে ফ্রান্স-পর্তুগালের ম্যাচ।

বুধবার রাতে চলমান ইউরোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও পর্তুগাল। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ২-২ ড্রয়ে শেষ হয় এবং দুই দলই শেষ ষোলোয় পা রাখে।

ইউকে/এএস