বর্ষায় চুলের যত্নে যা করবেন

লাইফস্টাইল বিভাগ: সৌন্দর্য রক্ষায় ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়া অনেক জরুরি। চুলে সঠিক সময়ে তেল লাগাতে হবে, শ্যাম্পু করতে হবে, সেই সঙ্গে মাসে দুবার হেয়ার প্যাক লাগাতে হবে। এতে করেই চুল হবে মসৃণ ও উজ্জ্বল। কিন্তু চুলের যত্নে সামান্য ঘাটতি করলে চুল হয়ে উঠে রুক্ষ। সেই সঙ্গে বর্ষার এই স্যাঁতসেঁতে সময়ে চুল পড়ে বেশি। বর্ষায় চুলের যত্নে কী করবেন চলুন জেনে নেওয়া যাক।

চুল পড়া ও চুলের রুক্ষতা কমাতে ডিম ও শ্যাম্পু একসঙ্গে ব্যবহার করতে পারেন। ডিম, শ্যাম্পু একসঙ্গে ব্যবহার করলে চুল প্রোটিন পাবে সেই সঙ্গে ‍চুলর বৃদ্ধিও পাবে।

শ্যাম্পু-ডিম একসঙ্গে কীভাবে ব্যবহার করবেন

সিল্কি চুলের জন্য ডিমের সাদা অংশ, এক চামচ লেবুর রস, শ্যাম্পু নিন। সব উপকরণ মিশিয়ে মিশ্রণটি চুলে লাগান। মাথার ত্বকে ম্যাসাজ করে চুল ধুয়ে ফেলুন। ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোয়ার চেষ্টা করবেন।

শুষ্ক চুলের জন্য:

আপনার চুল যদি শুষ্ক ও রুক্ষ হয় তাহলে শ্যাম্পু, ডিমের সাদা অংশ, লেবুর সঙ্গে তেল ব্যবহার করুন। আপনার চুল মসৃণ হয়ে উঠবে এবং প্রাণ ফিরে পাবে।

শ্যাম্পুর সঙ্গে ডিমের ব্যবহারে চুল সিল্কি হয়, মসৃণ হয়। চুলে জট ধরে না, সেই সঙ্গে স্ক্যাল্পে কোনো ইনফেকশন হয় না।

ইউকে/এএস