কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

ক্রীড়া বিভাগ: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর লিওনেল মেসির আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে এবং উরুগুয়ে-কলম্বিয়া।

সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেলে ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ব্রাজিল- আর্জেন্টিনার।

কোপা আমেরিকার সবশেষ আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-আর্জেন্টিনা। মেসি-আগুয়েরোদের ২-০ গোলে হারিয়ে নিজেদের নবম শিরোপার পথে এগিয়ে গিয়েছিলো সেলেসাওরা।

এবার অবশ্য সেমিতে দেখা হবার সম্ভাবনা নেই এই দুই জায়ান্টের। কোয়ার্টারের পর যদি সেমিফাইনালেও নিজ নিজ ম্যাচে জয় পায় এই দুই দল, তবে প্রায় দেড় দশক পর আবারও শিরোপার মঞ্চে দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার। এখন অপেক্ষা শুধু দুই দলের ফাইনাল দেখার।

গ্রুপ পর্বে ১০ দল থেকে প্রত্যাশিত ৮ দলই জায়গা করে নিয়েছে সেরা আটে। কনমেবল অঞ্চলে ফিফা র‍্যাঙ্কিংয়ের সবার নিচে থাকা বলিভিয়া গ্রুপ পর্বে কোন জয় পায়নি। তাদের সঙ্গে বাদ পড়েছে ভেনেজুয়েলা।

‘বি’ গ্রুপে অবশ্য ইকুয়েডর-ভেনেজুয়েলা কোনো দলই জয় পায়নি। কিন্তু তিনটি ড্র করে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইকুয়েডর। গ্রুপ পর্বে শতভাগ জয় পায়নি কোনো দলই। ব্রাজিল-আর্জেন্টিনার দু’দলই একটি ড্র আর তিনটি করে জয়ে হয়েছে গ্রুপ সেরা।

গ্রুপ পর্বে ব্রাজিল সর্বোচ্চ ১০ গোল করেছে। আর আর্জেন্টিনা ৭ গোল। ৩ গোল করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। ২টি করে গোল করেছেন নেইমার-কাভানিসহ ৮ ফুটবলার।

৩ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো মাঠে গেলো আসরের রানার্সআপ পেরু মুখোমুখি হবে প্যারাগুয়ের।

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলও একই দিনে মাঠে নামবে। শনিবার (৩ জুলাই) ভোর ৬টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ টানা দুই ফাইনালে মেসিদের স্বপ্ন ভেঙে শিরোপা জয় করা চিলি। ম্যাচটি হবে রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়াম।

পরদিন ৪ জুলাই ভোর ৪টায়, আসরের সবচেয়ে সফল দল উরুগুয়ে লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

শেষ কোয়ার্টার ফাইনালে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫৩তম স্থানে থাকা ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গইয়ানিয়ার, এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো।

ইউকে/এসএম