কঠোর লকডাউনেও সচল হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

হিলি সংবাদদাতা: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনেও সচল রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও ছাড়করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ট্রাকে ওঠা-নামার কাজ স্বাভাবিক নিয়মেই চলছে।

হিলি স্থলবন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার স্থলবন্দরের শুল্ক স্টেশনগুলো চালু রেখেছে। এছাড়াও দেশের বাজারে আমদানিকৃত পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ছাড় করণের সবধরনের কার্যক্রম দ্রুততার সাথে করে দিচ্ছি।

ইউকে/ এএস