সারাদেশের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস

জ্যেষ্ঠ প্রতিবেদক: আজ সারাদেশের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৮ মে) সন্ধা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ.কে.এম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আবহাওয়া শুস্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২ দিনের ( ৪৮ ঘন্টার) আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ৬৩ মিলিমিটার।

সারাদেশের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

ইউকে/এমইউ/এসএম