তালেবানদের সহিংসতা বন্ধ করে আলোচনার ফেরার আহ্বান যুক্তরাষ্ট্রের

বার্তাকক্ষ প্রতিবেদন: তালেবানদের সহিংসতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার যুক্তরাষ্ট্র এ আহ্বান জানিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে।

কাবুলে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত রোজ উইলসন এক টুইট বার্তায় জানিয়েছেন, গণমাধ্যমের প্রতিবেদন এবং আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানদের আক্রমণের বিবরণ আমরা দেখতে পাচ্ছি।

তিনি আরো লিখেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পুরো আফগানিস্তানে তারা হামলা চালাচ্ছে। চলমান সহিংসতা বন্ধের জন্য তালেবানদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে তাদেরকে আলোচনার টেবিলে ফেরারও আহ্বান জানাচ্ছি।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী গত ১ মে থেকে সরিয়ে নেওয়া শুরু হওয়ার পর তালেবানরা নিজেদের কার্যক্রম বাড়িয়ে দেয়। এরই মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

মার্কিন গোয়েন্দাদের শঙ্কা, মার্কিন বাহিনী প্রত্যাহার করার কয়েক মাসের মধ্যেই আফগানিস্তানের সরকার তালেবানের কাছে নতি স্বীকার করতে পারে।

সূত্র: এএনআই, ইয়াহু নিউজ

ইউকে/এএস