ইউরো ও কোপা: রাতে অপেক্ষা করছে জমজমাট লড়াই

ক্রীড়া বিভাগ: জমে উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আজ শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালের লড়াই। পিছিয়ে নেই কোপা আমেরিকাও। ল্যাতিন আমেরিকার এই টুর্নামেন্টটির সেমিফাইনালে উঠার লড়াই শুরু হচ্ছে এই রাতেই।

শ্বাসরুদ্ধর সব ম্যাচ উপহার দিচ্ছে এবারের ইউরো। শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ড হারিয়ে দিয়েছে জার্মানিকে, ইউক্রেন হারিয়েছে সুইডেনকে। সবচেয়ে বড় চমকটা তো দিয়েছে সুইজারল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে সুইসরা উঠেছে কোয়ার্টার ফাইনালে।

ইউরোতে শুক্রবার রাতে রয়েছে দুটি ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম ম্যাচে সুইজারল্যান্ড খেলবে স্পেনের বিপক্ষে। ম্যাচটি ‍শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। অপর ম্যাচে রাত ১টায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মোকাবেলা করবে বর্তমানে র‌্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

অন্যদিকে, কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে পেরু ও প্যারাগুয়ে। শুক্রবার দিবাগত রাত ৩ টায় শুরু হবে ম্যাচটি। পরের ম্যাচেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের প্রতিপক্ষ চিলি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি।

ইউকে/এএস