শরণখোলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে ১০ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর (পাইথন) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০২ জুলাই) দুপুরে উপজেলার পহলান বাড়ির সামনে থেকে সাপটি উদ্ধার করে স্থানীয়রা।

অজগরটি স্থানীয় এক ব্যক্তির জালে আটকে ছিল। অন্যদিকে এদিন বিকেলে পার্শ্ববর্তী জেলা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া এলাকা থেকে বন বিভাগের সদস্যরা ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অজগরটির ওজন অন্তত ২০ কেজি। বন কর্মকর্তাদের উপস্থিতিতে দু’টি সাপই সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা সাদিক মাহমুদ।

একই বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পৃথক জায়গা থেকে দু’টি অজগর উদ্ধার করা হয়েছে। পরবর্তীকালে বগী স্টেশন সংলগ্ন বনে অজগর দু’টিকে অবমুক্ত করা হয়েছে।

ইউকে/এএস