লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে ৭ বাংলাদেশি

ক্রীড়া বিভাগ: করোনার কারণে বারবার আটকে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর। মহামারির মাঝেই প্রথম আসর আয়োজন করে সাফল্য আসায় টুর্নামেন্টটি নিয়ে বাংলাদেশ,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। যাদের মাঝে আছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো বড় তারকারা।

চলতি মাসের ৩০ তারিখ থেকে লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুরুর কথা রয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।

এছাড়া অস্ট্রেলিয়ার জেমস ফকনার, উসমান খাজা, নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকলেনাহানও খেলতে চান শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে আছেন মরনে মরকেল, রাইলি রুশো সহ কয়েকজন।

এলপিএলের প্লেয়ার ড্রাফট:

বাংলাদেশ: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ।

অস্ট্রেলিয়া: উসমান খাজা, বেন ডাঙ্ক, কালাম ফার্গুসন, জেমস ফকনার, বেন কাটিং।

ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান, শেলডন কটরেল, রায়াদ এমরিত, রবি রামপল, ডোয়াইন স্মিথ, দিনেশ রামদিন, জনসন চার্লস, রোম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড।

পাকিস্তান: হারিস সোহেল, ওয়াকাস মকসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মকসুদ, শান মাসুদ, আনোয়ার আলী, আম্মাদ বাট।

দক্ষিণ আফ্রিকা: রাইলি রুশো, জন জন ট্রেভর স্মটস, মরনে মরকেল, রাসি ফন ডার ডুসেন, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, হার্ডাস ভিলজোয়েন, ডেভিড উইসে।

আফগানিস্তান: আসগর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নবীন–উল–হক, উসমান শিনওয়ারি, রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, কায়েস আহমেদ।

ইউকে/এএস