সুন্দরবনে ফাঁদ ও কীটনাশকসহ শিকারি আটক

বাগেরহাট সংবাদদাতা: সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ মো. সাজ্জাক ব্যাপারি (২৮) নামে এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (০৫ জুন) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বুড়বুড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাজ্জাককে আটক করে বনরক্ষীরা।

এসময় তার কাছ থেকে পাঁচশো গজ ফাঁদ, তিন বোতল কীটনাশক ও কীটনাশক যুক্ত ১০ কেজি মাছ জব্দ করে বনরক্ষীরা।

সাজ্জাক ব্যাপারি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আফজাল ব্যাপারির ছেলে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুড়বুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাককে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, সাজ্জাক দীর্ঘদিন ধরে সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ করে আসছে। এর আগে তিনবার তার বিরুদ্ধে মামলা হয়েছে। বন আইনের মামলায় একবার জেলও খেটেছেন সাজ্জাক।

ইউকে/এএস