নিষেধাজ্ঞা অমান্য করে এনায়েতপুরে তাঁতীদের নিয়ে সভা

সিরাজগঞ্জ সংবাদদাতা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁতীদের নিয়ে সভা করেছেন অনিক হোসেন ফিরোজ নামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার খুকনীতে অনিক হোসেন ফিরোজের বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়। লকডাউনে সভা আয়োজন নিয়ে এলাকায় সমালোচনা ঝড় বইছে।

স্থানীয়রা জানান, চলমান লকডাউনেও তাঁত শিল্প সমৃদ্ধ শাহজাদপুরের এনায়েতপুরসহ আশপাশের এলাকার তাঁতের কারখানাগুলো সচল রয়েছে। তবে সেখানকার উৎপাদিত পণ্য বিক্রি বন্ধ রয়েছে। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে সভা ডাকেন সেখানকার ব্যবসায়ী ফিরোজ হাজী। মঙ্গলবার সকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার বাড়িতে উপস্থিত হন ৩০-৪০ জন তাঁতী। এ সময় ফিরোজ হাজীর চাচাতো ভাই সাইফুল ইসলাম, খামার গ্রামের তফাজ্জল হোসেন বাবুলসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

সভায় অংশ নেয়া তাঁত ব্যবসায়ী তফাজ্জল হোসেন বাবলু বলেন, লকডাউনে সভা করতে আমিও নিষেধ করেছিলাম। কিন্তু ফিরোজ হাজী তা মানেননি। তবে তার আকুতি-মিনতির কারণেই সেখানে উপস্থিত হয়েছিলাম।

এ বিষয়ে সভার আয়োজক অনিক হোসেন ফিরোজ বলেন, আমি পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই সভা করেছি।

ইউকে/এএস