নারীনেত্রী শাহীন আকতারের সাথে বিএমডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান বেগম আখতার জাহান। বুধবার (৭ জুলাই) বিকেলে উপশহরস্থ বাসভবনে সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা জানান নবনিযুক্ত চেয়ারম্যান। এ সময় তাকে আন্তরিক অভিনন্দন জানান নারীনেত্রী শাহীন আকতার রেনী।

সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজশাহীর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। নিয়োগ পাওয়ার পর বুধবার (৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে বিএমডিএ কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি আগামী দুই বছর এই পদে থাকবেন। মঙ্গলবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আগামী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়। তাকে নিয়োগ দিয়ে এক সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ২৩ (২) অনযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ সচিব অলিউর রহমান।

ইউকে/এসই/এসএম