মোদীর মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

বার্তাকক্ষ প্রতিবেদন: টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন।

যার মধ্যে ৩৬জনই নতুন মুখ। পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৭৭ জন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।
নতুন মন্ত্রীদের কয়েক ঘণ্টা আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারসহ ডজন খানেক মন্ত্রী পদত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

২০১৯ সালে নরেন্দ্র মোদী টানা দ্বিতীয়বার সরকার গঠনের পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল আনা হচ্ছে।

আগামী বছর বিধান সভা নির্বাচনকে সামনে রেকে মন্ত্রিসভায় উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ইউকে/এএস