আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন শেষ হওয়ার সময় জানালেন বাইডেন

বার্তাকক্ষ প্রতিবেদন: আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে শেষ হবে বরে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গৃহযুদ্ধের হাত থেকে আফগানিস্তানকে বাঁচাতে সে দেশের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে জাতি গঠনের জন্য যায়নি। নিজেদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে আফগানরা।

তিনি আরো বলেন, তালেবানের অগ্রসর হওয়ার হাত থেকে তাদের দেশকে ধরে রাখতে পারবে আফগান সামরিক বাহিনী। এ ব্যাপারে আমার দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে। আফগান বাহিনী স্পষ্টভাবেই সরকারকে ধরে রাখার ক্ষমতা রাখে। তবে প্রশ্ন হচ্ছে- তারা ঐক্যবদ্ধভাবে তা করবে কি না।

তিনি আরো বলেন, স্থিতিশীল ও নিরাপদ আফগানিস্তান তৈরিতে সহায়তার প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে না। সে দেশে মানবিক ও নিরাপত্তা সহায়তা দেওয়া চলমান থাকবে।
সূত্র: সিএনবিসি।

ইউকে/এএস