ইথিওপিয়ায় পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আবি আহমেদ 

বার্তাকক্ষ প্রতিবেদন: ইথিওপিয়ায় নির্বাচনে আবারো বিজয়ী হয়েছেন আবি আহমেদ। ইথিওপিয়ার নির্বাচন বোর্ড জানিয়েছে, বিলম্বিত নির্বাচনে আবি আহমেদ অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।

আবি আহমেদের প্রোসপারিটি পার্টি ৪১০টি আসনের মধ্যে ৪৩৬টি আসনে বিজয়ী হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আরো পাঁচ বছর আবি আহমেদই প্রধানমন্ত্রী থাকবেন।

জানা গেছে, নিরাপত্তা এবং আরো বিভিন্ন সমস্যার কারণে ইথিওপিয়ার এক পঞ্চমাংশ মানুষ নির্বাচনে অংশ নিতে পারেননি। এছাড়া যুদ্ধ বিপর্যস্ত টাইগ্রে অঞ্চলেও ভোট হয়নি।

প্রসঙ্গত, ইথিওপিয়ায় আরো আগেই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে নির্বাচনের তারিখ পেছাতে হয়েছিল।

সূত্র: বিবিসি

ইউকে/এএস