বার্তাকক্ষ প্রতিবেদন: চীনে হোটেল ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। আহত হয়েছে অন্তত পাঁচজন। ৩৬ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার বিকেলে চীনের পূর্বাঞ্চলের শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রথমে একজন মারা যাওয়ার খবর দেওয়া হলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে থাকে।
তবে হোটেলটি ধসের কারণ হিসেবে উঠে এসেছে যে মালিক ঘন ঘন ভবনটির নির্মাণকাজ করত। স্থানীয় একজন বাসিন্দা জানান, ভবনটি তিনতলা ছিল, এরপর মালিক সম্প্রতি কয়েক বছর পর ভবনের উচ্চতা বাড়ান। হোটেলটি ৩০ বছরের পুরনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল।
এদিকে চিয়াংসু প্রদেশের সরকার বলেছে যে একটি তদন্তকারী দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে এবং অভিযুক্তরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন।
ইউকে/এএস