অর্ধেক আসনে বসে খাওয়া যাবে

বার্তাকক্ষ প্রতিবেদন: হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেকে গ্রাহকদের বসিয়ে খাওয়ানোর অনুমতি দিয়েছে সরকার।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ চলমান বিধিনিষেধ আরেক দফা বৃদ্ধি করার প্রজ্ঞাপনে এ অনুমতি দেয়।

এর আগে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা হলেও কেবল খাবার সরবরাহের অনুমতি ছিল। তবে বসে খেতে পারতেন না।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলো মোট আসন সংখ্যার অর্ধেকে গ্রাহকদের বসিয়ে খাবার পরিবেশন করতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে চলতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষিধের সময়সমীমা ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো।

চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ বা বিধিনিষেধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা ‘লকডাউন’ হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূর পাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈদেও লঞ্চ-ট্রেন এবং দূর পাল্লার বাস বন্ধ রাখা হয়েছিল।

ইউকে/এসএম