রামেকে বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের করোনা রোগী, এক রাতে ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা রোগীর সংখ্যা। কেবল এক রাতেই চার জনের মৃত্যু হয়েছে।

তাদের সবার গ্রামের বাড়ি ভারত সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। বুধবার (২৬ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের চারজনেরই গ্রামের বাড়ি করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জে। এদের মধ্যে একজন করোনা রোগী ছিলেন এবং তিন জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে দুই জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে বাকি দুই জন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়।

এক প্রশ্নের জবাবে ডা. সাইফুল ফেরদৌস বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউ ও করোনা ওয়ার্ডে মোট ১৭২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ রোগী আছেন ৬২ জন। এছাড়া করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে ভর্তি রয়েছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন রাজশাহীতে। এখন আবার ভারত সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে।

ইউকে/এসএম