রাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন লিয়াকত আলী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী প্রক্টর মো. লিয়াকত আলী। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশপত্রে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. লুৎফর রহমানের প্রক্টর হিসেবে দায়িত্বকালের মেয়াদ শেষ হওয়ায় প্রক্টর পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।

ইউকে/এমইউ/এসএম