রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে আরেকটি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরও একটি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস)  চালু করা হলো। মহানগরীর ১২নং ওয়ার্ডে পদ্মাপাড়ের বড়কুঠিতে এসটিএস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে এসটিএস-র কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। এরপর এসটিএস চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন মেয়র। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মো. মামুন-উর-রশীদ।

অনুষ্ঠানে জানানো হয়- বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লাখ টাকা। এটি নির্মাণে এ এলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এর খোলা স্থানে বর্জ্য থাকবে না। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে ওই এলাকা। মহানগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় এরআগে আরো চারটি এসটিএস চালু রয়েছে।

বড়কুঠি এসটিএস উদ্বোধন হওয়ায় এটিসহ মোট পাঁচটি এসটিএস’র কার্যক্রম চলবে। আগামীতে পর্যায়ক্রমে মহানগরে আরো ৩০টি এসটিএস নির্মাণ করা হবে। যার কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। এ সময় রাসিকের সচিব মো. মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং এডভাইজার ও সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ রাসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।#

ইউকে/এসই/এসএম