ডিকেডি-২ এর চূড়ায় রাসিকের লোগো প্রদর্শন, মেয়র লিটনকে ছবি উপহার

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরাখণ্ড অঞ্চলের গারওয়াল হিমালয়ের দ্রুপদী কা ডান্ডা-২ (ডিকেডি-২) এর চূড়ায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) লোগো প্রদর্শন করেছেন পর্বতারোহী শাহাদত হোসেন সরকার।

শনিবার (২৯ মে) দুপুরে রাসিকের লোগো প্রদর্শনের সেই ছবি নগর ভবনে রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন তিনি। দ্রুপদী কা ডান্ডা-২ চূড়ায় রাসিকের লোগো প্রদর্শন করায় পর্বতারোহী শাহাদত হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানান সিটি মেয়র।

শাহাদত হোসেন সরকার মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনীর এইচএম নূরুল ইসলাম সরকারের ছেলে।

তিনি জানান, পাঁচ হাজার ৬৭০ মিটার উচ্চু দ্রুপদী কা ডান্ডা-২ এর চূড়ায় ২০১৯ সালের অক্টোবর মাসে পা দেন তিনি। রাজশাহীর প্রতি গভীর ভালোবাসা থেকে সেখানে তিনি রাজশাহী সিটি করপোরেশনের লোগো প্রদর্শন করেন। ২৯ মে আন্তর্জাতিক এভারেস্ট ডে উপলক্ষ্যে সেই ছবি মেয়রকে উপহার দেন। তিনি ২০১৯ সালে দ্যা বেস ক্যাম্প বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন।

ইউকে/এসই/এসএম