নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এজন্য মুন্নুজান ঘাট, পুলিশ লাইন্স ঘাট এবং আই-বাঁধ ঘাট প্রস্তুত রাখা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, প্রতিমা বিসর্জনের সময় প্রতিমা বহনকারী যানবাহন ও ভক্তদের কারণে নগরীর বিভিন্ন এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ট্রাফিক বিভাগ জানায়, প্রতিমা বহনকারী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত কুমারপাড়া মোড় হতে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোড়, মধু ভ্যারাইটি স্টোর মোড়, আতিয়া স্টোর মোড়, মুন্নুজান স্কুল ও বড় মসজিদ থেকে বড়কুঠি কাস্টমসের গলি পর্যন্ত সড়ক একমুখী থাকবে।
এ সময় শুধুমাত্র প্রতিমা বহনকারী যানবাহন চলাচল করতে পারবে, অন্য সব ধরনের যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ইউকে/এসই/আরএ