গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন এমপি প্রার্থী আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর ) দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

‎তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য আমরা নির্বাচন করছি। গণমাধ্যম সমাজের দর্পণ, তাই সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

‎আবুল কালাম আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ‘জনগণের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমরা মাঠে আছি। শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণ আমাদের জয়ী করবে।’

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব, জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ সাধারণ সম্পাদক মেজবাউল আলম দিনার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির স্বপন, অর্থ সম্পাদক অসিত কুমার সাহা, দপ্তর সম্পাদক সবুজ ইসলাম, নির্বাহী সদস্য মঈন উদ্দীন, ইউসুফ আলী চৌধুরী, জিয়াউর রহমান।

সভায় পবা উপজেলা এবং মহানগরীর স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবুল কালাম আজাদ।

ইউকে/এএস/এসআর