গোদাগাড়ী সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল করিম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিএনবি কসাইপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আলিপুর গ্রামের তাজিমুলের ছেলে।
পলিশ জানায়, আব্দুল করিম মোটরসাইকেলে করে গোদাগাড়ী বাজার থেকে সিএনবি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে কসাইপাড়া মোড়ে পৌঁছালে রাজশাহী দিক থেকে আসা একটি বেপরোয়া গতির অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল করিমের মৃত্যু হয়।
রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। ঘাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ইউকে/এস/আর