বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগরে আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন (যীশু খ্রিস্টের জন্মদিন) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠান নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬(১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সব ধরনের আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও চলতি দায়িত্বে পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

ইউকে/আরএ/এএস