ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিতে অনুষ্ঠিত

রাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘গ’ ইউনিটের পরীক্ষা শুধু বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন। পরীক্ষা চলাকালীন সব রকমের জালিয়াতি রোধে সর্বোচ্চ নজরদারির পাশাপাশি কেন্দ্রের প্রবেশপথের আশেপাশে শিক্ষার্থী ছাড়া কাউকে অবস্থান করতে দেয়া হয়নি। নিরাপত্তার দা‌য়ি‌ত্বে আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে স্কাউট ও বিএন‌সি‌সিরি সদস্যরা কাজ করেছেন।

এর আগে গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবিতে ৬ হাজার ৩৭১ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। এছাড়া ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবেন।

ইউকে/এএস