পবায় ড্রাগন বাগান পরিদর্শন করলেন ইউএনও লসমী চাকমা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বারনই নদী সংলগ্ন অঞ্চল পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক মোফাক্কার হোসেন ৩ বিঘা জমিতে বিদেশী ফল ড্রাগন চাষ করে সফলতা অর্জন করেছেন। নানা গুন সমৃদ্ধ ড্রাগন ফল বানিজ্যিক ভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। বুধবার বিকেলে মোফাক্কার হোসেনের ড্রাগন বাগান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, পবা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। তারা ড্রাগন বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

মোফাক্কার হোসেন জানান, আমি উপজেলায় প্রথম বাণিজ্যিক ভাবে ড্রাগন ফল চাষে সফলতা পেয়েছি। আমার তিন বিঘা জমিতে ৪শো ৬০ টি সিমেন্টের পিলারের রিং এর উপর প্রায় ২ হাজার ড্রাগন গাছ লাগানো রয়েছে। আমি চাই উৎপাদন বেশি করে এ অঞ্চলের চাহিদা মেটাতে এবং আমার দেখাদেখি বেকার তরুনরা উৎসাহিত হয়। তাহলে একদিকে যেমন বেকারত্ব কমবে অপরদিকে উৎপাদন বৃদ্ধিপাবে।

ইউকে/এইচপি/এসএস