রাজশাহীর পবায় সার-বীজ পেলেন ৪৭৮ জন কৃষক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা কৃষি সম্পসারণ অধিদফতরের আয়োজনে ৪৭৮ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে উপস্থিত থেকে সার-বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, পবা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

পবা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, উপজেলার ২২৮ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ৫ কেজি এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন ১ কেজি পেঁয়াজের বীজ, এমওপি সার ২০ কেজি, ২০ কেজি করে ডিএপি সার। বীজ তলা প্রস্তুতের জন্য পলিথিন, সুতলি ও বীজ শোধনের রাসায়নিক কেমিক্যাল দেয়া হয়েছে।

ইউক/এইচপি/এএস